আবুল হাসান, পারুলিয়া প্রতিনিধি : দেবহাটার কুলিয়া ও শ্রীরামপুর বাজার সংলগ্ন জনগুরুত্বপূর্ণ ব্রীজটি দীর্ঘ বছর ধরে জনসাধারণের পারাপারের ব্যাপক ভয়াবহ অবস্থায় সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত হাজার হাজার জনসাধারণের পারাপারে ব্রীজটির তক্তার ফ্লোরের মধ্যে অধীকাংশ তক্তাগুলো ভেঙে গেছে। যে অবস্থায় রয়েছে, যে কোন মুহূর্তে বড়ধরনের বিপদ হওয়ার আশঙ্কা।
বেশিরভাগ সমস্যা দুই পারে রয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসা। ছোট বড় শিক্ষার্থীদের পার হওয়ার সময়ে ভেঙে পড়ে যাওয়া ফাঁকা জায়গায় পা-যেয়ে ভেঙে যেতেও আঘাতের আশাঙ্কা রয়েছে। বাজারের ব্যবসায়ীও ক্রেতাদের পক্ষে পার হতে বিপদ সৃষ্টি হয়। এমতাবস্থায় ব্রীজটির হাল নতুন ও সংস্কারের কোন রকম আলামত পাওয়া যাইনি। স্থানীয়দের মধ্যে অনেকেই জানিয়েছেন, খালের উপর দিয়ে লোহার রেলিঙের ও তক্তার ফ্লোরের এই ভাঙ্গা ব্রীজের উপর দিয়ে রাতে অন্ধকারে পারাপারের সময়ে ঝুঁকি। তাই জনসাধারণের পক্ষে উক্ত জনগুরুত্বপূর্ণ ব্রীজটি অবিলম্বে নতুনও সংস্কারের লক্ষে কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছে।