কালিগঞ্জ প্রতিনিধি : রূপান্তরের আয়োজনে কালিগঞ্জে যুব নেতৃত্ব ও সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১০ টায় উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
প্রশিক্ষণে যুব ফোরামের ৩১ জন্য যুবক যুবতীদের ফ্যাসিলেটর খালিদ লামি ও আরিজা আঁখি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে মূল উদ্দেশ্য হচ্ছে সুন্দরবনের রক্ষায়-যুব নেতৃত্বে প্লাস্টিক দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তুলে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়।