শহর প্রতিনিধি : জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন। বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ২০ জানুয়ারি বেলা ২ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা সভাপতি, পি.পি এ্যাডঃ শেখ আব্দুস ছাওারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাবেক ছাএনেতা এ্যাডঃ আরিফুর রহমান আলোর পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এ্যাডঃ এ. বি.এম.সেলিম, সংগঠনের সাবেক সদস্য সচিব এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম, সংগঠনের যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোস্তফা জামান, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আকবর আলী, জি.পি এ্যাডঃ অসীম কুমার মন্ডল , এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টো , এ্যাডঃ শহীদ হাসান, এ্যাডঃ গোলাম গনি দুদু, এ্যাডঃ সরদার সাইফ, এ্যাডঃ জালাল উদ্দীন, এ্যাডঃ সোহরাব হোসাইন সুজন, এ্যাডঃ শাহরিয়ার হাসিব, এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ সিরাজুল ইসলাম (৫), এ্যাডঃ ইমরান শাওন, এ্যাডঃ আবু সাইদ রাজা, এ্যাডঃ জি.এম. ফিরোজ আহমেদ, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, এ্যাডঃ সোহরাব হোসেন বাবলু, এ্যাডঃ সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন। তিনি মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সৎ ও নিষ্ঠাবান। নেতৃবৃন্দ আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে বিএনপির ৩১ দফা টেকনাফ থেকে তেতুলিয়া সারা দেশে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।