সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তালায় ঠান্ডাজনিত রোগের প্রকোপে হাসপাতালে শয্যা সংকট

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ২০, ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ণ

খান আতাউর রহমান লিটন : তালায় শিতের প্রকোপের সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। গত কয়েকদিনে হাসপাতারে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জায়গা সংকট দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, হাসপাতালে আসনের তুলনায় কয়েকগুন বেশি রোগী ভর্তি রয়েছে। ওয়ার্ডের দুইটি ইউনিটে ৫০ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে দুই গুনেরও বেশি রোগী। শয্যা না পেয়ে তীব্র ঠান্ডায় অনেকেই ওয়ার্ডের মেঝেতে আশ্রয় নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

রোগীর স্বজনরা জানান, শিতের প্রকোপের সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ নানান রোগে আক্রান্ত শিশু ও বয়স্করে নিয়ে তারা হাসপাতালে এসেছেন। বিশেষজ্ঞ চকিৎসকরা বলেছেন, শীতের প্রকোপের সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আক্রান্ত হওয়া শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন তার বাবা মা সহ স্বজনরা।

এদিকে, শিশুদের পাশাপাশি নানা বয়সি নারী পুরুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এর ফলে হাসপাতালটিতে প্রতিদিন বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী। তাদের মধ্যে কারও কারও পরিস্থিতি যথেষ্ট জটিল। সচেতনতার অভাবে প্রতি বছরই এমন চিত্র দেখা যায় বলে তাদের অভিমত। এসব রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। কুমিরা ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামের সনিয়া বেগম (২৫) বলেন, আমার এক বছরের সন্তান হাসপাতালে ভর্তি করেছি। শয্যা না পাওয়ায় বারান্দায় মেঝেতে শুয়ে চিকিগৎসা নিচ্ছি। ঠান্ডার কারণে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে খুব কষ্ট হচ্ছে।

গঙ্গারামপুর এলাকার অজিয়া আক্তার (৩০) জানান, হঠাৎ করে ঠান্ডা বেশি পড়ায় তার শিশু সন্তান শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন আগের চেয়ে কিছুটা সুস্থ্য মনে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার রাজিব সরদার বলেন, শীতের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে।

এছাড়া অনেকের শ্বাসকষ্ট, হাঁপানি ও খিঁচুনি রয়েছে। ঠান্ডার এই সময়ে বিভিন্ন রোগব্যাধি থেকে বিশেষ করে শিশু ও বয়ষ্কদের রক্ষা করতে হলে শতর্কতা অবলম্বন করতে হবে। তিনি বলেন, এই ঠান্ডায় যথাসম্ভব গরম পানি পান করতে হবে। আর অসুস্থ্য হলে তাজা ফলমূলের রস, শাকসবজি ও পুষ্টিকর খাবার বেশি করে খাওয়াতে হবে। আমরা প্রতি বছরই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হই। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞরা সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করে চলেছেন। এই সময়টাতে ধুলাবালি বেশি থাকায় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরকে সচেতন থাকতে হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

ভোমরায় সি এন্ড এফ এসোসিয়েশনের উদ্যোগে স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময়

দেবহাটায় পুলিশের পাশাপাশি রাতভর টহলে থাকবে গ্রামপুলিশ-ওসি মাহমুদ হোসেন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন নষ্ট : রোগীদের চরম ভোগান্তি

তালায় খেশরা সর. প্রাথ. বিদ্যালয় থেকে ১০ টি ফ্যান চুরি

কালিগঞ্জ বসন্তপুর কাস্টমে ১৫টি গরুর নিলাম বাতিল

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বই প্রদর্শনী ও আলোচনা সভা

খবরটিভি’র প্রকাশক শেখ মহসিন উদ্দিনের পিতা আর নেই

সুন্দরবনে জালে একসঙ্গে ধরা পড়ল লাখ টাকার মেদ মাছ

পাইকগাছায় রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি; জনদুর্ভোগ চরমে

আশাশুনিতে মহিলাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্পের এনগেজমেন্ট কর্মশালা