জামসেদ আলম, সখিপুর প্রতিনিধি : দেবহাটায় সরকার কর্তৃক পরিচালিত ও এম এস দোকানে চাউল বিক্রয় কার্যক্রমের পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। ২০ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় ৩০ মিনিটে, দেবহাটায় উপজেলার সদরের পার্শ্বে ডিলার আব্দুর রউফের দোকানে পরিদর্শনে আসেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহীনা খাতুন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের সহকারী নুর মোহাম্মদ প্রমুখ। চাউল বিক্রয়ের সময় ইউএনও নিজে হাতে চাউল ক্রেতাদের দেন। সাথে সাথে সুষ্ঠু ভাবে চাউল বিক্রয় দেখে ডিলার আব্দুর রউফের উপর সন্তোষ প্রকাশ করেন।