শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে বাচ্চা সহ গরু জবাই করার অভিযোগে এক ব্যাবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২০ জানুয়ারী) সকালে ৯ টার সময় নওয়াবেঁকী বাজারের ব্যাবসায়ী আশরাফ, আসাদুজ্জামান খোকন, বাদশা আলমগীর নামের ব্যাবসায়ীরা বাচ্চাসহ গরু জবাই করে। পথচারী মানুষ দেখতে পেয়ে স্থানীয় সংবাদকর্মীদের জানান, তারা উপজেলা প্রশাসন কে খবর দেয়। কিন্ত প্রশাসন আসার আগে মাংস বিক্র হয়ে যায়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত ঘটনা স্থলে এসে ব্যাবসায়ী বাদশা আলমগীরকে জিজ্ঞাসা পরে ঘটনা সত্যতা স্বীকার করে। পরবর্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১এর ৪/২ধারা অনুযায়ী তাদেরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্তিত ছিলেন শ্যামনগর উপজেলা ভেটোনারী সার্জন সুব্রত কুমার, শ্যামনগর থানা পুলিশের ৪ জন সদস্য, স্থানীয় দের মাঝে সচেতনা ও দিকনির্দেশনা মূলক কথা বলেন। নওয়াবেঁকী বাজার ব্যাবস্থাপনা কমিটির সাধারন সম্পদক মনিরুজ্জান জানান, আমি বিষয়টি জানতে পেরে ঘটনা স্থলে আসি মাংস বিক্রি বন্ধ করে দেই। কিন্ত তারা দাবীকরে যে এটা খাওয়াযায় আমি বিষয়টা জাচাই করতে এলাকার দুইজন আলেমের সাথে কথা বলি তারা জানায় যে কারো যদি শখ হয় সে খায়তে পারবে। এজন্য আমি চলে যাই।