শ্যামনগর প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে বুড়িগোয়ালিনীতে মাটির সংযোগ রাস্তা আধুকায়ন উচুকরন কাজের উদ্বোধন। (২০ জানুয়ারী) সকাল ৯ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের পুর্ব-পোড়াকাটলা গ্রামের অমল বৈদ্যর বাড়ি হতে কালিবাড়ির সামনে রাস্তা পর্যন্ত ১৯০০ ফুট মাটির দুর্যোগে বিপর্যস্থ রাস্তার (১০ ফুট মাথা, ৩ ফুট উচ্চতা এবং ১৯ ফুট গোড়া/তলা) সস্কারের মাধ্যমে আধুনিকায়ন করার লক্ষে কাজটি শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজটি উদ্বোধন করেন হাজী নজরুল ইসলাম, চেয়ারম্যান, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ। উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন, ৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার, সভাপতি উক্ত ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জনাব স্বপন বিশ্বাস, সিসিডিবির উপজেলা সমন্বয়ক সুজন বিশ্বাস, এরিয়া ম্যানেজার হিউবার্ট বাড়ই, প্রকল্প ব্যবস্থাপক জনাব এস এম মনোয়ার হোসেন ও সিসডিবির অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। উক্ত রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী, সংস্কার করা হলে প্রায় ২০০ পরিবারের যাতায়াত সহজ অবাধ ও সময় ক্ষাপন লাঘব হবে।