কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলায় হালনাগাদ ভোটার তালিকা হ ২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি)বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ কুমার গাইনের সার্বিক সঞ্চালনায় মতবিনিময় এ সময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুণ আর রশিদ উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী অধ্যাপক মোসলেম উদ্দিন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল-রাজী টোকন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব প্রমুখ। সভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এগিয়ে নিতে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ গৃহীত হয়।