শহর প্রতিনিধি : জামায়াতে ইসলামীর তালা উপজেলার কর্মী সম্মেলনে লক্ষাধীক লোকের সমাগম হবে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জামায়াতে ইসলামী সম্পর্কে মানুষের মাঝে যে ভীতি, মিথ্যাচার, প্রপাগান্ডা, ব্লেম গেইম আছে তা জাতির সামনে তুলে ধরবেন বলেও জানানো হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধায় মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টে জেলা আমীরের কার্যালয়ে তালা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে কেন্দ্র্র করে সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নূরুল হুদা এসব তথ্য জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘ ১৭ বছরের মজলুমের সংগঠন। আমাদের কোনো বক্তব্য জাতির সামনে উত্থাপন করতে পারিনি। নানাভাবে আমাদের নিপীড়ন করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনেরও কোনো সুযোগ ছিল না। দেশের নাগরিক হিসেবে দেশের ন্যূনতম কোনো নাগরিক সুবিধাও পাইনি। ব্যক্তিগতভাবে, দলগতভাবে নানা বঞ্চনার শিকার ছিলাম। আমাদের দলের পাঁচজন নেতাকে আদর্শিকভাবে না পেরে জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে।
আমাদের আরও ছয়জন নেতাকে জেলের মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই সুবাদে জামায়াতে ইসলামী তাদের বক্তব্যগুলো, জাতির সামনে তুলে ধরার জন্য সারাদেশে কর্মী সম্মেলন করছেন। তারই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি পাটকেলঘাটায় কর্মী সম্মেলন করবেন। এই সম্মেলনের মাধ্যমে জামায়াতের ইসলামীর বক্তব্য সকলের কাছে তুলে ধরা হবে। সভায় সাতক্ষীরা জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, এড.আবু তালেব, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজান আলী, দৈনিক জবাবদিহি প্রত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর রহমান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি ইয়াছিন আলী সরদার, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।