এমএ মাজেদ : বিংশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে গ্রামীন জনপদে বিনোদনের ক্ষেত্র গুলোর মধ্যে গাদোনদাড়ীয়া খেলা অত্যন্ত জনপ্রিয়। আধুনিক সভ্যতার ক্রমবিকাশে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরে মাদক থেকে যুবসমাজকে দুরে রাখতে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেক পাড়ায় সোমবার ২০ জানুয়ারি সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্তপ্রায় ৮ দলীয় নকআউট গাদোনদাড়ীয়া খেলা।
মেল্লেকপাড়া যুব সংঘের আয়োজনে রেফারি আব্দুল্লাহ আল-মামুনের পরিচালনায় ঐতিহ্যবাহী গাদোনদাড়ীয়া খেলায় টানটান উত্তেজনার মধ্যে দিয়ে বিপুলসংখ্যক উৎসুক দর্শকের মুর্হমূহ করতালির মাধ্যমে খেলাটি উপভোগ করেন। টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন কেশবপুর যুব সংঘ, বাটরা যুব সংঘ, কাশেম পুর যুব সংঘ, মেল্লেক পাড়া যুব সংঘ, বালিথা যুব সংঘ, জাহানাবাজ যুব সংঘ এবং মেল্লেক পাড়া ছোট দল। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ভিন্ন মাত্রার উৎসবের আমেজ। এ খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা।
সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করতে খেলাধূলায় উৎসাহিত করার পাশাপাশি ঐতিহ্য ধরে রাখতেই এই গাদোনদাড়ীয়া খেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজক কতৃপক্ষ। সাবেক ইউপি সদস্য খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, মিলন হোসেন, উজ্জ্বল হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ শামছুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৮ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৬ হাজার টাকা পুরস্কৃত করা হয়।