শ্যামনগর (সদর) প্রতিনিধি : শ্যামনগরে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা মো: আকবর আলীকে কুপিয়ে জখম করেছে চিহ্নিত সন্ত্রাসী তার বাহিনী। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১ টায় ভেটখালী বাস স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত মো: আকবর আলী রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্যামনগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, সোরা ও কালিঞ্চি গ্রামে আকবর আলীর চিংড়ী ঘের থাকায় সেটির ওপর নজর পড়ে সন্ত্রাসী শহীদ ও তার বাহিনীর। বেশ কিছুদিন যাবত তারা চাঁদা দাবি করে আসছিলো। না দিলে প্রাননাশের হুমকিও দিয়েছে তারা। গতকাল আকবর আলী ঘেরে যাবার পথে ভেটখালী বাস স্ট্যান্ডে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১২-১৩টি মোটরসাইকেলে প্রায় ৩০ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে আকবর আলী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়ে যান। এসময় সন্ত্রাসীরা তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল নিয়ে চম্পট দেয়।
এ ব্যাপারে আহত বিএনপি নেতা আকবর আলী বলেন, ‘আমার চিংড়ী মাছের ঘের থাকায় লোভের বশবর্তী হয়ে চাঁদা দাবি করে কিছুদিন আগে। আমি তা দিতে অপারগতা প্রকাশ করি। এরই জের ধরে গতকাল সে আমার ওপর হামলা চালিয়েছে’।
এ ঘটনায় শ্যামমগর থানায় এজাহার দেয়া হলেও মামলা নিতে অপারগতা প্রকাশ করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আপাতত মামলা হচ্ছে না। এজাহারের ভিত্তিতে তদন্ত করে তারপর ব্যবস্থা নেওয়া হবে’।