পাটকেলঘাটা প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটায় এসিল্যান্ড অফিসে নতুন এসিল্যান্ড সহ পুরা নতুন স্টাপ যোগদান করায় মফস্বল সাংবাদিক সোসাইটির তালা উপজেলা সাংবাদিকরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির তালা উপজেলা কমিটির সভাপতি নবকুমার দে ও সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ। নতুন এসি ল্যান্ড হিসেবে যোগদান করেন মো: মাসুদুর রহমান। তার পূর্বের কর্মস্থল ছিল নেত্রকোনা জেলার মদন উপজেলায়। তার বাড়ি খুলনার খালিশপুরে।
একই সাথে তার সাইরাত সহকারী হিসেবে যোগদান করেন মো: আব্দুল হাই সানা, সার্ভেয়ার হিসেবে যোগদান করেন মো: মিরাজ হোসেন, অফিস সহকারী হিসেবে যোগদান করেন খন্দকার নাছিমুল হক, নাজির হিসাবে যোগদান করেন তপন কুমার সরদার, অফিস সহায়ক মো: ইকবাল হোসেন ও শেখ রফিকুল ইসলাম। এ সময় সহকারি কমিশনার (ভূমি) সাংবাদিকদের বলেন তার কাজে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সেটাই তার লক্ষ্য।
কারোর কোন অভিযোগ থাকলে দালাল না ধরে সরাসরি তার সাথে যোগাযোগ করে সমাধান নিবেন। তার পুরা স্টাপ যদি সৎ ভাবে কাজ করে তাহলে পুরানো কাজগুলো দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি যোগদানের পরেই তালা উপজেলার বিভিন্ন বিষয়ের উপর সাংবাদিকদের কাছ থেকে খোঁজখবর নেন। এ সময় সাংবাদিকরা বাজার ব্যবস্থাপনা কমিটি, ইকো পার্ক, পাটকেলঘাটা বলফিল্ড মাঠ সহ পাটকেলঘাটা বাজার ড্রেনেজ ব্যবস্থার প্রতি দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন। ইতিমধ্যে তিনি কিছু স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষার্থীদেরকে অফিসার হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।