নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই, এই স্লোগানকে সামনে রেখে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার সকালে আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে উক্ত মাদ্রাসার সামনে স্টল তৈরি করে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়।
আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ও ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭ নং আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান ও সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ। এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন সুপার মাওলানা আব্দুল কাদের, সমাজ সেবক হাজী নাজিমুদ্দিন,ফজলুল হক, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মাওলানা অবাইদুল্ল্যাহসহ সুপার মাওলানা আ: মান্নান, শামিমা খাতুন, আসমা খাতুন ও তহমিনা খাতুন আমরিনা খাতুন। ইবতেদায় প্রধান মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা সামছুজ্জামান, আবুল খায়ের রবিউল ইসলাম, মারুফ বিল্লাল, আলী আজম, শরিফুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দরা। আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ও তারুণ্যের উৎসব উদযাপন অনুষ্ঠিত হবে।