শেখ মনিরুল ইসলাম : সাতক্ষীরায় বহুতল ভবণ ইমাম টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৩ জানুয়ারি বৃহষ্পতিবার বাদ আসর শহরের সুলতানপুর বড় বাজার ফুড গোডাউন সংলগ্ন বহুতল ভবণ ইমাম টাওয়ার দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করা হয়।
দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া মোনাজাত পরিচালনা করেন জামায়াত নেতা মুহাদ্দেস আব্দুল খালেক। ইসলামিক বিষয়ে বক্তব্য রাখেন কারী সাইদুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আবু জাহের, আল ইমরান সজিব। ইমাম টাওয়ারের স্বত্তাধিকারী আবুল কাশেম মসল্যা ভাণ্ডার জানান, তার ছেলে ইমাম অকালে মারা গেলে তার স্মৃতি সংরক্ষণের জন্য এই ভবনটি নির্মাণ করে ছেলের নামে টাওয়ারটির নামকরণ করেন। উদ্বোধনী ও দোয়ানুষ্ঠানে সুলতানপুর বড় বাজারের বিভিন্ন দোকান মালিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।