বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ী কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ২৩, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ী কলেজের গভর্নিং বডি গঠনের লক্ষ্যে শিক্ষক প্রতিনিধি নির্বাচন-২৫ অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) উক্ত ভোটে মোট ভোটার সংখ্যা ছিলো ৫৭ জন, ভোট কাস্ট হয় মোট ৫৫টি। পৃথক তিনটি পদের বিপরিতে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় অংশ নেন। পুরুষ ৪জন ও মহিলা ২জন।

এ ভোটে বিজয়ী প্রার্থীরা হলেন ড. মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামি শিক্ষা বিভাগ ও এম এম শফিউল আযম, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ। মোছাঃ মেহেরুন্নেছা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও কাটুনিয়া রাজবাড়ী কলেজের বিদ্যোৎসাহী সদস্য আব্দুর রউফ। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল ইসলাম। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক জনাব আব্দুল মান্নান।

সর্বশেষ - সাতক্ষীরা সদর