খান আতাউর রহমান লিটন, পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম তালা উপজেলা প্রতিনিধিদের সাথে নিয়ে পাটকেলঘাটার নবগত এসিল্যান্ড সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পাটকেলঘাটা প্রতিনিধিদের মধ্যে অন্যতম মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ রুবেল হোসেন বাবু, ফাহিমা হোসেন ফুল, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান তাইফুর ও আলআমিন খান।
পাটকেলঘাটার বৈষম্য বিরোধী ছাত্ররা এসিল্যান্ডের সহযোগিতায় পাটকেলঘাটার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চাই। কেউ যদি বৈষম্য ছাত্রদের নাম ভাঙ্গিয়ে কোন দুর্নীতি করে তাহলে সাথে সাথে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলে। বৈষম বিরোধী ছাত্ররা আরো বলেন আমরা পরিশ্রম করে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছি সেটা কোনভাবে বিফলে যেতে দিবো না। কিছু কুচক্করি মহল তাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন রকম অপকর্ম, চাঁদাবাজি করে বেড়াচ্ছে তাদেরকে প্রশাসন কঠোর হস্তে দমন করুক। আমরা সকলকে সাথে নিয়ে তালা উপজেলাকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলবো।