কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার বাসতলা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার বাসতলা বাজারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাসতলা বাজার বণিক সমিতির সভাপতি জয়দেব বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
ব্যবসায়ী আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বাজারের এক ব্যবসায়ী অনেকের পাওনা টাকা না দিয়ে আকষ্মিক ভাবে এলাকা থেকে তার সম্পদ-সম্পত্তি বিক্রয় করে আত্নগোপনের মাধ্যমে পালিয়ে যেতে চাইলে জেলা সেক্রেটারি আব্দুল আজিজের আন্তরিক প্রচেষ্টায় ব্যবসায়ীরা তাদের প্রাপ্য টাকা ফিরে পাওয়ায় বনিক সমিতির নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা তার ভূয়সী প্রসংশা করেন।
এ সময় প্রধান অতিথি সকল প্রকার চাঁদাবাজ দূর্নীতিবাজদের সতর্ক করে সাম্য মানবিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি দল মত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি নাগরিক অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থেকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার ওলামা বিভাগের আমির মাওলানা আব্দুল মোমেন, দক্ষিনশ্রিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রওশান আলী, বণিক সমিতির সেক্রেটারি রজব আলী বাবু, দক্ষিন শ্রিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন, বণিক সমিতির ক্রিড়া সম্পাদক আমিরুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুব দলের যুগ্ন আহবায়ক মো: আ: সালাম, ব্যবসায়ী হাফিজুর রহমান, দক্ষিন শ্রিপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আ: খালেক গাজী প্রমুখ।