অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আস্কারপুরে এক সার ব্যবসায়ীর বাড়িতে সার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার সন্ধা ৬টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার আসাদুজ্জামান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় এক ব্যক্তি বাড়িতে মজুদকৃত প্রায় ১৭৩ বস্তা সার (ইউরিয়া- ৮০ বস্তা, উঅচ- ৬০ বস্তা, ঞঝচ ৩০ বস্তা, গঙচ-৩ বস্তা) পাওয়া যায়। শীতের ইরি চাষ মৌসুমে বর্তমানে সার পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। এই অভিযোগ পাওয়ার পরে দেবহাটা ইউএনও আসাদুজ্জামান অবৈধভাবে বাড়িতে সার মজুদ রাখার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে।
এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষিকর্মকর্তা শওকত আলী ও সহকারী কর্মকর্তা ছাদেক আলী প্রমুখ। রেজিস্ট্রেশন বিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে বিক্রয় করায় আশরাফুল ইসলামকে ২,০০,০০০/- দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত ১৭৩ বস্তা সার সরকারি মূল্যে প্রকৃত কৃষকের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।