রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

মনিরামপুরে একসঙ্গে মানুষ-মৌমাছির বসবাস

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ২৬, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ

হেলালউদ্দিন, রাজগঞ্জ : বাড়িটি ঘিরে রেখেছে মৌমাছি। বারান্দা সহ চারপাশে অন্তত ২৩টি মৌমাছির বড়বড় চাক। এসব মৌমাছি বছরের আটমাস ধরে থাকে বাড়িটিতে। বাড়িটি এখন এলাকায় মৌমাছির বাড়ি হিসেবে পরিচিত। কেউ মৌমাছি দেখতে আবার কেউবা ছবি তুলতে যান বাড়িটিতে। পরিবারের সদস্যদেও মতোই মানুষের সঙ্গে বসবাস করছে মৌমাছি। প্রাকৃতিক ভাবে বনের মৌমাছি আর পরিবারটির সদস্যদেও মাঝে এই ভালোবাসার বন্ধন গড়ে উঠেছে ছয় বছর আগে।

যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের শেখ পাড়া খানপুর গ্রামের ইসাহক আলীর ছেলে আলমগীর হোসেন। বাড়িতে সন্তানের মতো লালন-পালন করছেন মৌমাছির ২৩টি দলকে। পরিবারটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে কয়েক লাখ মৌমাছি। চাষি আলমগীর হোসেন বলেন, ছয় বছর আগে হঠাৎ বাড়ির বিভিন্ন স্থানে সাত-আটটি মৌমাছির চাক এসে হাজির হয়। এরপর থেকে প্রতি বছরই নির্দিষ্ট সময়ে মৌমাছির দলগুলো বাড়িতে চলে আসে।

দ্বিতল বিশিষ্ট বাড়ির বেলকনি, দেওয়াল সহ বিভিন্ন স্থানে চাক তৈরি করে। প্রতি বছরই এই মৌমাছির দলের আগমনের সংখ্যা বেড়েছে। এ বছর এসেছে ২৩টি মৌমাছির দল। আমাদেও পরিবারেরই অংশ তারা। তিনি আরও বলেন, মৌমাছির সঙ্গে পরিবারের সদস্যরা মিশে গেছে। আমার বাবা বেশিরভাগ সময় তাদের দেখাশোনা করে। তাদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা দেখে, আমিও দেখি।

তাছাড়া আমার মা, স্ত্রী, ছেলে-মেয়ে সহ পরিবারের অন্যরাও তাদের দেখভাল করে। বছরের নভেম্বর থেকে জুন পর্যন্ত মৌমাছির দলগুলো বাড়িতে থাকে। এরপর একদিন হঠাৎ করে সব চলে যায়। তখন মনটা খুব খারাপ লাগে। অপেক্ষায় থাকি আবার কবে মৌমাছি গুলো ফিওে আসবে। ঠিক নির্দিষ্ট সময়ে আবারও চলে আসে মৌমাছি গুলো। এভাবে চলছে গত ছয় বছর। আট মাসে দুইবার মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করি। বছওে প্রায় ৫০ হাজার টাকার মধু বিক্রি হয়।

আলমগীরের ফুফু আছিয়া খাতুন বলেন, প্রথম দিকে কামড়ানোর ভয় পেলেও এখন ভয় লাগেনা। কেননা মৌমাছি আমাদেও কাউকে আক্রমণ করেনা। কামড়ায়ও না। মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, এটি মেইলিসিরা প্রজাতির মৌমাছি। এই মৌমাছি গুলো প্রকৃতি ও পরিবেশ বোঝে। যেখানে নিরাপত্তা, বাঁচার পরিবেশ ও খাবারের ভালো সুব্যবস্থা পায় সেখানেই মূলত তারা বাসাবাঁধে। এগুলো সুন্দরবনের মৌমাছি। এক বছর যেখানে বাসা বাঁধে নির্দিষ্ট সময় পার হওয়ার পর চলে যাওয়ার সময় সেখানে কিছু আলামত রেখে যায়। পওে রবছর সেখানেই ফিরে আসে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র উদ্যোগে সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরার এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা

জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

তালায় সাইবার অপরাধকে লাল কার্ড প্রদর্শন

কলারোয়ায় চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগে আদালতে মামলা

সুলতানপুর বড়বাজারে অন্নদান কর্মসূচি অনুষ্ঠিত

কুলিয়ায় পৈত্রিক সম্পত্তিতে ঘরবাড়ি তৈরীতে বাঁধা: থানায় অভিযোগ

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ঘোনায় এমপি রবির উঠান বৈঠক