দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার ১নং কুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার বিকাল ৩ টায় কুলিয়া শহীদ মিনার চত্বরে কুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকাত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। আরো বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা সাবেক যুবদলের সাংগঠনিক অহিদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুজ্জামান মনি। উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, বিএনপি নেতা হামিদুল হক শামীম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানা, দেবহাটা উপজেলা ছাত্র দলের আহবায়ক ইমরান ফরহাদ, সাবেক ছাত্র নেতা মিলন, বিএনপি নেতা আলাউদ্দিন সরদার, যুবনেতা রাজীব হোসেন সহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।