প্রবীণ রাজনীতিবিদ সাবেক জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা এড. এ,এফ,এম এন্তাজ আলীর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর মরহুমের পলাশপোলস্থ নিজস্ব বাস ভবনে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, সামাজিক, ক্রীড়া ও সাস্কৃতিক নেতৃবৃন্দসহ এলাকার অসংখ্য মুসল্লীগণ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম ও হাফেজ মোঃ আব্দুর রহমান। দোয়া মোনাজাত শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি