বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় বিএনপি’র ভুয়া ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বাতিলের প্রতিবাদে মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বুধহাটা বাজারের করিম সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। বুধহাটা বাজারের প্রধান প্রধান সড়ক মশাল হাতে প্রতিবাদ মিছিল করে বিএনপি নেতৃবৃন্দ। মিছিলে দুই শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে করিম সুপার মার্কেট থেকে বুধহাটা ব্যাংদহা রাস্তা মোড় ও পেট্রোল পাম্প মিছিলটি প্রদক্ষিণ করে। মশাল মিছিল শেষে করিম সুপার মার্কেটে এক আলোচনা সভায় মিলিত হয় নেতৃবৃন্দ।
ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব কবীর আহমেদ ঢালীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মাস্টার আহসান হাবীব, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ওমর ফারুক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান বকুল, ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি যৌথ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউপি সদস্য লিয়াকত আলি বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাহবুবুর আলম রিপন, আলহাজ্ব কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শওকত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও ফারুক হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম, যুবদল নেতা আবু সাঈদ ও কবীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের মোঃ সোহাল হোসেন ঢালী, ইব্রাহিম খলিল, রমজান হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।