মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ইছামতি নদীর তীরে অবস্থিত দেবহাটা থানায় এখন মনোরম পরিবেশ

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ২৮, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

জি এম আব্বাস উদ্দিন : সাতক্ষীরা জেলার ইছামতি নদীর তীরে দেবহাটা থানায় এখন মনোরম পরিবেশে অবস্থিত। জানা যায় ভারত বাংলাদেশ সীমান্ত ইছামতি নদীর ধারে ব্রিটিশ শাসন আমলের ১৯১৯ইং সালে স্থাপিত (নীলকুঠি) থানার রেকর্ড পাওয়া যায় ১৯৫২ইং সাল দেবহাটা থানাটি স্থাপিত হয়েছিল।

সেখান থেকে থানার অফিসার ইনচার্জ হিসেবে বিভিন্ন ওসি দায়িত্ব পালন করে গিয়েছে, কিন্তু থানাটির চতুর্পাশে ঝোপঝাড় বাগানে ভরা, পরিবেশটা ছিল অপরিচ্ছন্ন। ব্রিটিশ শাসন আমলের নাম ছিল (নীলকুঠি) পুরান থানার বিল্ডিং ভেঙ্গে নতুন পাঁচ তলা ভবন নির্মাণ হয় ৩১শে মার্চ ২০১৮ইং সালে মডেল থানার কর্যক্রম চালু হয়।

৫ই আগস্ট ২০২৪ইং সালে ফ্যাসিস সরকারের পতনের পরে বৈষম্য ছাত্র আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে ৩-১১-২০২৪ ইং তারিখে হযরত আলী অফিসার ইনচার্জ হিসাবে দেবহাটা থানাতে যোগদান করেন এবং থানার ভিতরের পরিবেশটা ছিল অপরিচ্ছন্ন নিচু গর্ত ও ঝোপঝাড় বাগানে ভরে থাকার কারনে থানার সৌন্দর্যটা খুবই অদৃষ্টি নন্দন দেখা যেত। তার নিজস্ব অর্থ দিয়ে ঝোপ ঝাড়, বাগান পরিষ্কার করে একশত টলির বেশি মাটি ভরাট করে পরিবেশটা দৃষ্টিনন্দন করেন।

থানার আশে পাশের স্থানীয় দোকানদার ও এলাকার প্রবীণদের কাছে জানতে চাইলে তারা দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিবেদক কে বলেন, থানাটি ব্রিটিশ আমলে স্থাপিত হওয়ার পর আমাদের বয়স ভোর বাগান ঝোপে ভরা দেখতাম, ঝোপ ঝাড় কেটে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফুলের বাগান, সবজি বাগান লাগিয়ে এত সুন্দর মনোরম পরিবেশ কখনো দেখিনি বর্তমান অফিসার ইনচার্জ হযরত আলী যোগদানের পর তার নিজ উদ্যোগে ও প্রচেষ্টায় দেবহাটা থানাটি মন মুগ্ধ পরিবেশে দেখা যায়।

স্থানীয়রা আরো বলেন তিনি একজন সৎ, নিষ্টবান, যোগ্য, কর্মদক্ষ, চৌকস, পরিবেশ বান্ধব অফিসার। বাংলাদেশের সব থানাতে যদি এমন অফিসারের মতন দায়িত্ব পালন করতেন তাহলে সাধারণ জনগণ নিরাপত্তা হীনতায় দিন কাটাতে হতো না এবং সব সেক্টরে সৎ অফিসার দায়িত্ব পালন করলে বাংলাদেশকে সোনার বাংলা গড়া সম্ভাব হতো।

অফিসার ইনচার্জ হযরত আলীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি থানাতে যোগদানের পরে দেখতে পাই এত সুন্দর দোবহাটা মডেল থানার ভিতরে চতুর্দিকে ঝোপ ঝাড়ে ভরা অ-পরিচ্ছন্ন অবস্থা তাই আমি আমার নিজ অর্থ দিয়ে পুলিশ সদস্যদের সহযোগিতাই থানাটিকে দৃষ্টিনন্দন, মনোরম পরিবেশ করিতে পেরেছি। আমি যতদিন এই থানাতে দায়িত্ব পালন করব থানার পরিবেশটা ফলে ফুলে সুন্দর পরিবেশে থাকবে এবং দেবহাটা থানার মানুষদেরকেও মাদকদ্রব্য, চোরা কারবারি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, সহ সকল অপরাধ মুক্ত করবো ইনশাআল্লাহ। সরজমিনে দেখা যায় থানার সামনে বিভন্ন ধরনের সবজি বাগান ও ফুল বাগান লাগিয়ে মনোরম পরিবেশে মনমুগ্ধ অবস্থায় থানাটির সৌন্দর্য দেখা যাচ্ছে। সবজি বাগান ও ফুল বাগান সার্বিক পরিচর্যা করেন পুলিশ সদস্য আবু হাসান।

সর্বশেষ - সাতক্ষীরা সদর