কালিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিতর্কিতদের দিয়ে ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনের অভিযোগে দাবি তুলে দু’পক্ষের পাল্টা পাল্টি প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশে, মারপিট, ভাঙচুরের সংবাদ সংগ্রহের সময় অনাকাঙ্খিত ভাবে কালিগঞ্জ কাকশিয়ালি ব্রিজের উত্তর পাশে সোমবার (২৭ জানুয়ারি) বিকালে মাইক্রো স্ট্যান্ডে বিএনপি’র দুইগ্রুপের সংঘর্ষ চলাকালে তথ্য সংগ্রহের কালে “দৈনিক দৃষ্টিপাত ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু ইটের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।