তালা প্রতিনিধি : তালায় উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও তালা সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য সরদার ইয়াছিন কে গ্রেফতার করেছে পুলিশ। সে তালা সদর ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর সরদারের ছেলে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় তালা থানার পুলিশ অভিযান চালিয়ে মুড়াকলিয়া গ্রাম থেকে তাকে গ্রফতার করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা সরদার ইয়াছিন কে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হবে।