তৌহিদুর রহমান : সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা হতে শ্যামনগর উপজেলার বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ) সাব জোনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া পরিচালনা করেন সাব জোনের প্রতিষ্ঠান গুলোর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের শিক্ষকবৃন্দ।
সাব জোন সভাপতি ছিলেন বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ) এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম। ক্রীড়া প্রতিযোগীতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন, আবাদ চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহাকীর প্রধান শিক্ষক মাহবুবুর রহমানসহ কয়েকটি বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। উক্ত ক্রীড়া প্রতিযোগীতায় লম্বা দৌড়, লম্বা লাফ, সাইকেল চালনা, ব্যাটমিন্টন, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাব জোনের মাঠটি ছাত্র-ছাত্রীর ব্যাপক উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়। এ
ই সাব জোনের অন্তভুক্ত ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১ টি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এই ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে খেলা শেষ হওয়ার সাথে সাথেই পুরষ্কার বিতরণ করা হয়। এই সাব জোনে প্রত্যেক খেলায় চ্যাম্পিয়ান ছাত্র-ছাত্রীরা পরবর্তীতে শ্যামনগর উপজেলা জোনে খেলায় অংশ গ্রহণ করবে।