শেখ মনিরুজ্জামান : তালা উপজেলার ৪নং কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গৌরীপুর গ্রামের সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির হলরুমে তালা উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তার উদ্যোগে ১০ দিন মেয়াদী গ্রাম ভিত্তিক আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষন চলছে। গত ১৯ শে জানুয়ারী শুরু হয়েছে এবং ৩০শে জানুয়ারী পর্যন্ত চলবে। কুমিরা ইউনিয়ন থেকে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা মোট ৬৪ জন এখানে প্রশিক্ষণ গ্রহণ করছে।
এই প্রশিক্ষণে গতকাল উপস্থিত সাতক্ষীরা জেলা কমান্ডেন্ট মোঃ আশরাফুজ্জামান, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জেলা কোম্পানী কমান্ডার ৩০ আনসার ব্যাটেলিয়ন, সাতক্ষীরা পুরাতন জমিদার বাড়ি মোঃ শাহজালাল সোহেল, তালা উপজেলা কোম্পানী কমান্ডার মোঃ গফুর সরদার, উপজেলা প্রশিক্ষক অনন্ত মন্ডল, উপজেলা প্রশিক্ষিকা শিরিনা খাতুন, ৪নং কুমিরা ইউনিয়নের দলপতি মোঃ হায়দার আলী। উপজেলা কমান্ডার সাংবাদিকদের বলেন, ১০ দিন মৌলিক প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সনদ প্রদান করা হবে।