মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সুন্দরবনের শিকারী চক্র থেকে জবাইকৃত হরিণ ও ২৭টি ফাঁদ উদ্ধার

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ২৮, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ

জি এম আমিনুর রহমান, উপকূলীয় প্রতিনিধি শ্যামনগর : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শিকারী চক্র থেকে জবাইকৃত একটি সিংহল (পুরুষ) হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। এসময় ঘটনাস্থল থেকে ২৭টি ফাঁদ উদ্ধার করা হয়। তবে, বনকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে বনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয় চার সদস্যের শিকারী চক্রটি। রবিবার (২৬শে জানুয়ারি) রাতে মীরগাং টহল ফাঁড়ি সদস্যরা তাদের অফিসের প্রায় সাতশ গজ দূরবর্তী এলাকা থেকে হরিণটি উদ্ধার করেন।

সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম। এদিকে, উদ্ধারকৃত হরিণ আলামত হিসেবে আদালতে পাঠানোর পাশাপাশি এঘটনায় মীরগাং টহল ফাঁড়ির ওসি গোলাম কিবরিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম জানান, নিয়মিত টহলকালে মীরগাং টহল ফাঁড়ির সদস্যরা বনের মধ্য থেকে জবাইকৃত একটি হরিণ উদ্ধার করে। সোমবার আদালতের অনুমতি সাপেক্ষে হরিণটি মাটিতে পুঁতে ফেলে নষ্ট করেছে।

হাবিবুল ইসলাম আরও জানান, জবাইকৃত হরিণ উদ্ধার করে বনবিভাগের অফিসে নিয়ে আসার পর থেকে মীরগাং গ্রামের আনিছুর ও তার সহযোগীরা বনকর্মীদের হুমকি দিচ্ছে। বনবিভাগের অফিসে হামলাসহ এলাকায় কোন টহল পরিচালনা করতে না দেয়ার হুমকিও দিচ্ছে তারা। চারদিন আগে সুন্দরবনের মধ্য থেকে আরও ৪০টি ফাঁদ উদ্ধারের পর একই চক্রের সদস্যরা স্থানীয় এক সিপিজি কর্মীকে মারধর করেছিল বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে মীরগাং গ্রামের আনিছুর রহমান হরিণ শিকারের কথা অস্বীকার করে জানান, তিনি সুন্দরবনে যাতায়াত করেন না। তবে ফাঁদ ও হরিণ উদ্ধারের পর বনকর্মীদের হুমকি দেয়াসহ সিপিজি সদস্যকে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, চুনকুড়ি গ্রামের আনিছুর রহমান, আব্দুর রহিম সরদার, সাহেব আলী মোড়ল ও আবিয়ার রহমান সুন্দরবনে হরিণ শিকারের সাথে জড়িত। গত চার/পাঁচ মাস ধরে ওই চারজনের নেতৃত্বে চুনকুড়ি ও মীরগাং এলাকা সংলগ্ন সুন্দরবনে দেদারছে হরিণ শিকার হচ্ছে। বনকর্মীদের অভিযানে সম্প্রতি কিছু ফাঁদ আটকের পর থেকে শিকারী চক্রের সদস্যরা বনকর্মী ও সিপিজি সদস্যদের উপর হামলার পরিকল্পনা করছে বলেও তাদের দাবি।

 

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কলারোয়ায় যুবলীগের প্রস্তুতি সভা

বন্যায় রুটি আর করোনায় সবজি বিলিয়ে মানবতার ফেরিওয়ালা একজন স্বপনের স্বপ্ন

দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো ইমাম বারী আর নেই

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা

সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী প্রভাষক এম সুশান্তের গণসংযোগ

বুধহাটা ইমারত নির্মাণ শ্রমিক সংঘের মিলন মেলা

সাতক্ষীরা সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে’র ১৩ তম মৃত্যুবার্ষিকী

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ পাঁচ আসামী আটক