বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর সবুজ সংঘ ক্লাবের আয়োজনে বালিয়াডাঙ্গা বাজার হতে কালিকাপুর পর্যন্ত সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় কালিকাপুর সবুজ সংঘ ক্লাব সংলগ্ন সড়কে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মামুনুর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষ্ণনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ইউসুফ আলী, কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস আলী,মাওলানা নাজমুল আহসান, কালিকাপুর সবুজ সংঘ ক্লাবের সদস্য আব্দুল কাদের ও আবু হাসান প্রমুখ। এ সময় বক্তারা সড়কে দুর্ঘটনারোধে দিনের বেলায় ট্রলি ও ট্রাক্টর চলাচল বন্ধ, মোটরসাইকেলের গতিসীমা সর্বোচ্চ ৪০ কিলোমিটার ও সকল যানবাহন নির্দিষ্ট গতিসীমায় চলাচলের দাবি জানান।