কালিগঞ্জ ব্যুরো প্রধান : কালিগঞ্জে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ মাহমুদ হাসানের স্ত্রী রত্না খাতুন (৩০) তাঁর দুই শিশু পুত্রকে বিষ পান করিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১ টার দিকে। এ ঘটনায় দুই শিশুপুত্র ৫ বছর বয়সের মাহি ও ৯ মাস বয়সের আরিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মা রত্না খাতুন এখনো বেঁচে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, এ সময় শেখ মাহমুদ হাসানসহ তাঁর পিতা মাতা কেউ বাড়িতে ছিলেন না।এ সময় ঘরের দরজা বন্ধ করে দুই শিশু পুত্রকে বিষপান করিয়ে রত্না খাতুন নিজেও বিষপান করেন।পরবর্তীতে বাড়ির পাশের লোকজন বুঝতে পেরে মাহমুদ হাসানকে খবর দেন এবং ঘরের দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এই মর্মান্তিক ঘটনা রত্না কি কারণে ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি। তবে তিনি কিছুদিন ধরে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন বলে তাঁর স্বামী শেখ মাহমুদ হাসান প্রাথমিকভাবে জানিয়েছেন। এদিকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।