শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতনে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। (২৯ জানুয়ারি) বুধবার সকাল ১১ টায় বনশ্রী শিক্ষা নিকেতন হল রুমে উৎসব অনুষ্ঠিত হয়। হরিনগর বনশ্রী শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়ন আমির মোঃ আবুল হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুল হাকিম, মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন, ইউপি সদস্য জিয়াউর রহমান, আব্দুল জলিল, মহিলা ইউপি সদস্য নিপা রানী চক্রবর্তী, রেহানা আক্তার, পলাশী রানী সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি পিঠার স্টল ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন নিত্য, সংগীত, কবিতা আবৃত্তি মাধ্যমে অতীতের কে মনোরঞ্জন করেন।