সকাল ডেস্ক : শহরের পলাশপোলে নবজীবন ইনস্টিটিউটে বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রীতিভোজ হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবজীবন ইনস্টিটিউটের সভাপতি তারেকুজ্জামান খান, নবজীবনের পরিচালক খান ফাহিম আল ফুয়াদ, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, কার্যনির্বাহী কমিটির সভাপতি সামসুল আলম খান চৌধুরী, কোষাধ্যক্ষ আফরোজার খান চৌধুরী, সদস্য গাজী আবুল কাশেম, প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোমিনুর রহমান, নবজীবন ইনস্টিটিউটের এডুকেশন কোঅর্ডিনেটর মো. রেজওয়ান হাসান খান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান, সিনিয়র শিক্ষক শেখ বোরহান আলী, সহকারী শিক্ষক কাজি মফিজুল হক, মাহমুদ হোসেন, সুরাইয়া, পলাশ কুমার, আল মামুন, শাহানা খাতুন, মোস্তাফিজুর রহমান, অতনু বোস, তুহিনা সুলতানা, প্রিতম দাস, ফাহাদ হোসেন, আরিজুল ইসলাম, শামিমা সুলতানা, আজিজুল ইসলাম, মাসুম বিল্লাল, সাগর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ এর পুরস্কার বিতরণ করা হয়, একই সাথে এঞ্জেল প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় মেধাক্রমকে পুরস্কার প্রদান করা হয়।