বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পাইকগাছায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ৩০, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষ্যে পাইকগাছায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশব্যাপী টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান মালার শুরুতেই অতিথিবৃন্দদের আসন অলংকৃত এবং ফুলেল শুভেচ্ছা জানান হয়।

“জ্ঞান কে শক্তিতে রূপান্তরের রাজ্যে স্বাগত” প্রতিপাদ্যের আলোকে মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ।

প্রতিযোগিতার উদ্বোধনের পর মশাল হাতে নিয়ে এক শিক্ষার্থী দৌড়ে মাঠ প্রদক্ষিণ করেছেন। স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী।

বিশেষ অতিথি ছিলেন, অব. সহকারী শিক্ষক ও চলন্তিকা সংঘের প্রতিষ্ঠান কালীন সভাপতি অখিল কুমার সরকার, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, ভূমিদাতা নিহার রঞ্জন গাইন, জিএ রশীদ, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান ও কবিতা রাণী দাশ, বিএনপি’র পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, অব. শিক্ষক শংকর মন্ডল, কমিটির সদস্য তৈহিদুর রহমান, শফিকুল ইসলাম, রামপদ মন্ডল, বিধু ভূষণ মন্ডল।

দীপক কুমার মন্ডল এর সঞ্চালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুব্রত কুমার দাশ, সহকারী শিক্ষক মো. আলাউল মোড়ল, মাখন লাল সরদার, শেখ সহিল উদ্দীন, মো. রাজ্জাক আলী শেখ, অশোক কুমার মন্ডল, শ্রাবন্তী রাণী কবিরাজ, পারভীন সুলতানা, মো. তবিবুর রহমান, কবরী সরকার, মৃণাল কান্তি মন্ডল, ফাহিমা খাতুন ও দেবব্রত সরদার, মনিমোহন মন্ডল, নিরঞ্জন মন্ডল সহ অভিভাবক ও শিক্ষার্থীরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে পুরো স্কুল ক্যাম্পাস রঙ বেরঙের বেলুন, বিজয় পতাকা ও ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শরীর চর্চা, ডিসপ্লে, মোরগ লড়াই, ১, ২শত মি. স্পিন্ট, দরি লাফ, লম্বা ও উচ্চ লাফ, হামদ-নাদ ও কেরাত সহ বিভিন্ন ইভেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক সহ উপস্থিত সকল অতিথিদের আনন্দিত করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ তার বক্তব্যে বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রয়োজন আছে।

কথায় আছে “সুস্থ দেহ সুস্থ মন”। ছাত্র ছাত্রীরা খেলাধুলার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশ ঘটাতে পারে। একটা খেলায় জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে উন্নত শিখরে আরোহণ করেন পরে। পারে মাদকমুক্ত ও মোবাইল আসক্তি থেকে মুক্তি দিতে। সেজন্য সরকার এক্সট্রা কারিকুলাম বাদ দিয়ে বর্তমানে কো- কারিকুলাম অ্যাকটিভিটিস চালু করেছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত