আলম হোসেন, কলারোয়া ব্যুরো : ৩১ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর কলারোয়া আলিয়া মাদ্রাসা অডিটরিয়ামে মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা উপাধ্যাক্ষ শহীদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী, মসজিদ মিশন কলারোয়ার শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কামরুজ্জামান সহ কলারোয়া উপজেলার সকল মসজিদের ইমাম বৃন্দরা। অনুষ্ঠানে বক্তারা দেশের সকল মসজিদের ইমাম ও খতিবদের জন্য সরকারি ভাবে ভাতার দাবি জানান।
ইমাম ও মুয়াজ্জিনের নানান ধরনের অধিকার আদায় নিয়ে কথা বলেন বক্তারা। এসময় মসজিদ মিশনের ১৭ সদস্য বিশিষ্ট কলারোয়া উপজেলার একটি নতুন কমিটি ঘোষণা করেন মাওলানা আব্দুল বারী। অনুষ্ঠানে সকল ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে অংশে সকলের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ আলী।