শুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দেবহাটায় বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ৩১, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ গ্রুপ ইউনিয়ন জাতীয়তাবাদী দলের কর্মী সম্মেলন ডাকে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ আদেশ জারি করেন। যা বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয় ওই আদেশে।

জানা গেছে, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকীর সমর্থিত একটি পক্ষ নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনের আয়োজন করে। নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক মাসুম বিল্লাহ এর নেতৃত্বে এ আয়োজন করা হয়। এ আয়োজন ঘিরে সেখানে সভা মঞ্চ করা হয়।

সেই সাথে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়। এরই মধ্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিরাজুল ইসলামের সমর্থিত পক্ষ সেখানে কর্মী সম্মেলনের ডাক দেয়। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেওয়ায় এবং উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এদিকে, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশে পাশে এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় হাদিপুর মোড় এলাকায় সংক্ষিপ্ত পরিসরে সম্মেলনের আয়োজন করে মহিউদ্দীন সিদ্দিকী সমার্থিত বিএনপি গ্রুপ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী। সম্মেলনে মো. মাসুম বিল্লাহকে সভাপতি, প্রভাষক কামাল হোসেনকে সাধারণ সম্পাদক, রাজিব হোসেন রাজুকে সাংগঠনিক করে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী জানান, কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের আয়োজন করি। কিন্তু সেখানে আরও একটি কর্মসূচির ডাক দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওই স্থান এড়িয়ে হাদিপুর এলাকায় ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করি।

এদিকে, উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম জানান, আমি বিশেষ কাজে বাহিরে ছিলাম। ১৪৪ ধারা জারির খবর দ্রুত এলাকায় ফিরে আসি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের নির্দেশ মেনে কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু অপর একটি গ্রুপ আইন অমান্য করে হাদিপুরে সমাবেশ করেছে।

দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, আইনশৃঙ্খলা অবনতি হয় এমন কর্মকান্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যেকোন বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে আমরা তৎপর আছি।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান জানান, গাজীরহাট বাজার এলাকায় বিএনপি’র দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। তিনি আরো জানান, দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থি সম্মুন্নত রাখতে কাজ করে যাচ্ছি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন

সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধকরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কালিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জাতীয় শোক দিবস পালনে খাজরায় যুবলীগের প্রস্তুতি সভা

পাইকগাছায় উপজেলা বিএনপি’র আনন্দ মিছিল ও পথসভা

দেবহাটায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে ভূমি ও গৃহহীনদের গৃহপ্রদান উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সুখে দুখে দেবহাটা বাসীর পাশে থাকবো ইনশাল্লাহ্ : আলফা

পাওয়ার হাউস মসজিদে গাছের চারা প্রদান করলেন আ.লীগ নেতা স্বপন