নিজস্ব প্রতিনিধি : শহরের মুন্সিপাড়ায় চার শরিকের পারিবারিক কবরস্থান অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ কাজ শুরু করার অভিযোগ উঠেছে জনৈক সোদরুল আলমের বিরুদ্ধে। এব্যাপারে প্রতিকার চেয়ে ও আইনী সহায়তা পেতে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন সুমাইয়া ইমরোজ নামের এক নারী। সুমাইয়া ইমরোজ মুন্সিপাড়া এলাকার মৃত খায়রুল আলমের মেয়ে। এবং সোদরুল আলম মৃত সামছুল আলম (সুবীর দর্জী)’র সেজ ছেলে।
অভিযোগ সূত্রে জানাগেছে, মুন্সিপাড়ার সুমাইয়া ইমরোজ সহ চার শরিকের পারিবারিক কবরস্থানে কবরের উপর ইট, বালু, সিমেন্ট, ভিটমাটি সহ বিল্ডিং নির্মাণের যাবতীয় মালামাল রেখে কবরস্থানের পবিত্রতা নষ্ট করে ভবণ নির্মাণ কাজ শুরু করেছেন মৃত সামছুল আলম (সুবীর দর্জী)’র সেজ ছেলে সোদরুল আলম।
এতে সুমাইয়া ইমরোজ সহ তাদের পরিবারের অন্যরা প্রতিবাদ করে কবরের উপরে রাখা ইট, বালু, সিমেন্ট, ভিটমাটি সহ বিল্ডিং নির্মাণের যাবতীয় মালামাল সরিয়ে নিতে বলে। এতে সোদরুল আলম সুমাইয়া ইমরোজের উপর ক্ষিপ্ত হয়ে তাদের গালিগালাজ ও হুমকি-ধামকি দেয়।
এঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠ বিচার এবং কবরস্থানের উপর থেকে বিল্ডিং নির্মাণের যাবতীয় মালামাল সরিয়ে নিতে ভুক্তভোগী সুমাইয়া ইমরোজ ৩১ জানুয়ারী শুক্রবার সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানাগেছে।