কলারোয়া ব্যুরো : শুক্রবার বিকাল তিনটায় কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত মসজিদ মিশনের আয়োজনে ইমাম-মুয়াজ্জিন সম্মেলনে খান রেজাউল ইসলাম এন্ড সন্স্ ট্রাষ্ট এর পক্ষ থেকে দুদক পরিচালক ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিম প্রেরিত আর্থিক সহায়তা তুলে দেন খান সাফায়েতুল ইসলাম সোহাগ।
উল্লেখ যে, বোয়ালিয়া গ্রামের এক দরিদ্র পরিবাবের কন্যা নাদিরা খাতুন চলতি মেডিক্যাল ভর্তি পরীক্ষায় চাদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। “অর্থের অভাবে মেডিক্যালে ভর্তি হতে পারছে না নাদিরা” শিরোনামে কলারোয়া নিউজে প্রকাশ হওয়ার পর দুদক পরিচালকের দৃষ্টি গোচর হলে তিনি খোঁজ নিয়ে ভর্তির জন্য অর্থ প্রেরন করেন। তার পক্ষে সহোদর সাফায়েতুল ইসলাম সোহাগ নগদ ২০,০০০/- টাকা মেয়েটির হাতে তুলে দেন এবং বলেন, খান রেজাউল ইসলাম এন্ড সন্স্ ট্রাষ্ট প্রতিমাসে নাদিরা খাতুনের পড়ার জন্য আর্থিক সহায়তা করবে। তিনি একজন ভালো মানবিক ডাক্তার হওয়ার জন্য নাদিরা খাতুন কে পরামর্শ দেন।