বুধহাটা প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় অবস্থিত এমপ্লয়ি এসোসিয়েশন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টায় সহকারী অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এমপ্লয়ি এসোসিয়েশন নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা হয়।
সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মো হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহসভাপতি প্রভাষক সজল কুমার আঢ্য, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলামিন হোসেন ছোট্টু, সহকারী শিক্ষক মো সালামত হোসেন, সহকারী শিক্ষক বিপ্লব চক্রবর্তী, মো এমরান হোসেন প্রমুখ।