নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা রাগবি ক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় লেকভিউ এন্ড ক্যাফে রেস্টুরেন্টে ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রাগবি ক্লাবের সভাপতি তানজিম কালাম তমাল, সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা দলের টিম ম্যানেজার ইয়ারুল ইসলাম, সদস্য আব্দুল আওয়াল, আশরাফুজ্জামান সোহাগসহ ক্লাবের অন্যান্য খেলোয়াড়বৃন্দ। নেতৃবৃন্দ ডা. আবুল কালাম বাবলাকে শুভেচ্ছা জানিয়ে জেলার ক্রীড়া উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে জেলার খেলাধুলার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।