আশাশুনি প্রতিনিধি : সারা দেশের ন্যায় আশাশুনি সরকারি কলেজ ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সনাতন ধর্মাবলিদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ের ও কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কলেজ ও বিদ্যালয়ের ক্যাম্পাসে পৃথকভাবে এ পূজা অনুষ্ঠিত হয়। পূজায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, কৃষি ব্যাংকের ম্যানেজার রামপ্রসাদ মন্ডল, পূজা পরিচালক সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র পাল, মৈত্রেয় সুন্দর রায়, বিধান চন্দ্র কুন্ড, শসীম কুমার মন্ডল, কল্যাণী রায়, পুরোহিত রাম প্রসাধ মন্ডল প্রমুখ। অপরদিকে আশাশুনি সরকারি কলেজ পূজা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন অধীকারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছহিল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক স্বজল কুমার আঢ্য, রবিউল ইসলাম, আব্দুল মালেক, শ্রীদাম বিশ্বাস, নিত্যানন্দ ঢালী, সাবেক অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী। পূজা শেষে প্রতীমা বিসর্জন দেওয়া হয়।