কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর প্রান্তিক সংঘ ও বন্ধু মহল ক্লাবের আয়োজনে প্রতি বছর ন্যায় এ বছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এই পূজা উপলক্ষ্যে সাত দিনব্যাপী পঞ্চমী মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পূজা মন্ডপে সরস্বতী পূজার অঞ্জলি প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার নারী পুরুষ সনাতন ধর্মালম্বীরা।
সাত দিনব্যাপী পঞ্চমী মেলা উদ্বোধন ও সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ,এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, তার মাতা গৌরী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বামী ডাক্তার অতিশ কুমার বাছাড়, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লা কায়সার সুমন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আজিজুর রহমান, তাঁতি দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, বন্ধু মহলের উপদেষ্টা বিশ্বজিৎ সরদার, বিষ্ণুপুর প্রান্তিক সংঘ এর শ্যামল কুমার, ব্র্যাক ব্যাংকের ফার্ম সিইও মোহন অধিকারী, বিষ্ণুপুর জমিদার বংশের নয়ন দাস।
সাংবাদিক শিমুল হোসেন ও তাপস কুমার সহ এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ বন্ধু মহল ও বিষ্ণুপুর প্রান্তিক সংঘ এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন মূলত সনাতন ধর্মের জ্ঞানের দেবী সরস্বতী সরস্বতী পূজা হলেও এখানে সকল ধর্মের মানুষের অংশগ্রহণে সুন্দর পরিবেশে সরস্বতী পূজা উপলক্ষ্যে যে মেলার আয়োজন করা হয়েছে।
কালিগঞ্জের তথা সাতক্ষীরার ঐতিহ্য বহন করে তিনি বলেন এই মেলার মাধ্যমে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি বাঙালির দৃষ্টিকালচার সহ সম্প্রীতি ধরে রাখতে হবে তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ এলাকার হিন্দু মুসলমান সকলের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এইখানে ঐতিহ্যবাহী মেলা ও পূজা হয়ে আসছে শুনে সন্তোষ প্রকাশ করেন। বিষ্ণুপুর প্রাণ কৃষ্ণ স্মারক মাধ্যমিক বিদ্যালয় মাঠে বন্ধু মহল ক্লাবের আয়োজনে ও বিষ্ণুপুর ফুটবল মাঠে প্রান্তিক যুব সংঘের আয়োজনে শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে বিশাল গেট প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এছাড়া এই পূজা উপলক্ষে সাতদিনব্যাপী পঞ্চমী মেলা অনুষ্ঠিত হচ্ছে ।
৩-৪ ফেব্রুয়ারি প্রতিদিন সন্ধ্যায় আরতি ও আলোকসজ্জা পাশে জানুয়ারি সন্ধ্যায় বিষ্ণুপুর মদিনা নাট্য সংস্থা এর পরিবেশনায় সামাজিক নাটক যাত্রা অনুষ্ঠান স্বামীর চিতা জ্বলছে এছাড়া ৬-৭ ও ৮ ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মেলাকে ঘিরে এলাকার সকল ধর্মের মানুষের মধ্যে প্রাঞ্জল্য সৃষ্টি হয়। এদিকে বিদ্যার দেবী জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় যেখানে সকালে অঞ্জলি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুযা মণ্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছার বিদ্যালয়ের সনাতন ধর্মলম্বী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এছাড়া কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কালিগঞ্জ সরকারি কলেজ রকেয়া মনসুর মহিলা কলেজ ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ও কলেজে এবং সনাতন ধর্মালম্বীদের বাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।