শেখ মনিরুজ্জামান : তালা উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাধাল বিলের মধ্যে সরকারি খাস খালে বাধ দিয়ে পানি নিস্কাষন বন্দ করে দিয়েছে কিছু প্রভাবশালী মহল। যার কারনে ঐ এলাকার শতাধিক কৃষকের ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
সরজমিন ঘুরে জানা গেছে সোনাবাধাল গ্রামের ব্রজেন সরকারের দু পুত্র প্রশান্ত কুমার সরকার ও শম্ভু চরন সরকার ভক্তরাম সরকারের পুত্র পরিতোষ সরকার মৃত রথিকান্ত সরকারের পুত্র অভিমুন্য সরকার খগেন সরকারের পুত্র কৃষ্ঞ পদ সরকার ও খগেন সরকারের পুত্র তরুন কুমার সরকার উক্ত খালে জোর পূর্বক ভেড়ি বাধ দিয়ে অবৈধভাবে দখল করে মাছ চাষ করছে। এ দিকে ঐ ভেড়িবাধের কারনে সোনাবাধাল ও হরিনখোলা গ্রামের প্রায় শতাধিক কৃষক ধান চাষে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।
এ ঘটনায় সোনাবাধাল গ্রামের প্রায় শতাধিক ব্যক্তি গত ২৯ /১/০২৫ তারিখে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেছে। এ বিষয়ে বিষয়টি সরজমিন তদন্তের জন্য নির্বাহী কর্মকর্তা মেঃ শেখ রাসেল সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা কে নির্দেশ দিয়েছে।
এ বিষযে জানতে চাইলে কাক্তিক মন্ডল জানান আমাদের এলাকার এই সব ভূমিদস্যুরা খাল দখল করে ভেড়িবাধ দিয়েছে। যার কারনে আমাদের এলাকার প্রায শতাধিক কৃষক এবার ধান করতে পারবে না।
কালিপদ ঢালী নামে একজন কৃষক জানান ভাই আমরা ভেড়িবাধ ভেঙ্গে দিতে গেলে উক্ত ব্যক্তিরা আমাদের দা লাঠি দিয়ে মারতে আসে। এ ছাড়া জীবন নাশের হুমকি দেয়। তাই আমরা জীবনের ভয়ে কিছু বলতে পারি না। তাই আইনের আশ্রয় নিয়েছি।
এ ব্যাপারে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে ভুক্তভোগি কৃষকরা বিষয় টি তদন্তকরে দ্রুত ভেড়িবাধ অপসারনের জন্য মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছে।