এমএ মাজেদ : সদর উপজেলার ধুলিহর ভালুকা চাঁদপুর ছাত্তারের রাইচ মিল মোড়ে সোয়াদ সাবা পোল্ট্রি এন্ড ফিস ফিডের সার্বিক সহযোগিতায় এলাকার প্রান্তিক পোল্ট্রি খামারিদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোয়াদ সাবা পোল্ট্রি এন্ড ফিস ফিডের স্বত্বাধিকারী শুভ চৌধুরীর সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন নিউ হোপ এগ্রোটেক কোম্পানি লিমিটেডের সিনিয়র টেকনিক্যাল সার্ভিস কর্মকর্তা ডাঃ স্বতঃসিদ্ধ রায় কপিল।
প্রশিক্ষণ কর্মশালায় পোল্ট্রির গামব্রো, রানীক্ষেত, ঠান্ডা জনিত কারণে সৃষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধ, মুরগির খাবারের সুষম পুষ্টি উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। খামার পরিস্কার-পরিচ্ছন্ন রেখে স্বল্প খরচে খামারিরা কিভাবে লাভবান হতে পারে সেবিষয়ে বিভিন্ন কৌশল তুলে ধরেন ডাঃ স্বতঃসিদ্ধ রায় কপিল।
বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নিউ হোপ এগ্রোটেক কোম্পানির টেকনিক্যাল সার্ভিস কর্মকর্তা ডাঃ মো. শাকির আশরাফ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার সফল খামারি অরবিন্দু কুমার, আল. মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী, আনিছুর রহমান, বাবু শংকর কুমার ঘোষ, হাফিজুর রহমান, নাজমুল হাসান, ঈসা, এমদাদুল হোসেন, মোসলেম উদ্দিন, বাদশা, আসমাতুল্লাহ, আবু রায়হান প্রমুখ। সমগ্র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান পরিচালনা করেন নিউ হোপ এগ্রোটেক কোম্পানি লিমিটেডের সিনিয়র সেলস্ কর্মকর্তা মোহাম্মদ আলী।