আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা ইউসুফ মোড়লের বাড়ি থেকে বিছট মারকাজ মসজিদ গামী রাস্তার ১ কি.মি. কার্পেটিং এর কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে কাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-০৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস।
প্রায় ৯৩ লক্ষ টাকা বরাদ্দের প্রায় ১ কি.মি. সড়কের নির্মাণ কাজ পরিচালনা করছেন সাতক্ষীরার আরিফ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কের গুরুত্ব বর্ণনা করে ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, কপোতাক্ষ নদের ওপারে কয়রা উপজেলার হোগলা ও এপারের দক্ষিণ একসরা খেয়াঘাট। মারকাজ মসজিদ থেকে দঃ একসরা খেয়াঘাট পর্যন্ত ৪ কি.মি. রাস্তার কাজ শেষ হলে দুই উপজেলার দুরত্ব কমবে কয়েক কিলোমিটার। আশাশুনি ও কয়রা উপজেলার মানুষের ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন হবে বলে মনে করি।
এছাড়া প্রত্যন্ত অঞ্চলের দঃ একসরা, নাংলা ও বিছট গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতে ভোগান্তি কমবে। এলাকায় কর্মজীবী মানুষের উপার্জনে ইতিবাচক প্রভাব পড়বে। তাই শুধু ১ কি.মি. সড়ক নয় ৪ কিলোমিটারের মধ্যে বাকি ৩ কি.মি. সড়কের কাজ সম্পন্ন করতে অবিলম্বে বরাদ্দের আবেদন জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের এস ও বাপ্পি ও জুলফিকার আলী এবং স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।