আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ৫৩ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৪ দিনের প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার সকল সাব জোনের সাবজোন চ্যাম্পিয়ন প্রতিযোগিরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
ক্রীড়া শিক্ষক আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক গাওছুল হোসেন রাজ, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, বড়দল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাবলুর রহমান, আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম, বিছট হাই স্কুলের প্রধান শিক্ষক শান্তিরঞ্জন দাশ, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাডমিন্টন দ্বৈত (ছাত্রী) চ্যাম্পিয়ন গুনাকরকাটি হাই স্কুল দল, রানার আপ আশাশুনি সরঃ হাই স্কুল দল, ছাত্র দ্বৈত চ্যাম্পিয়ন বুধহাটা কলেঃ স্কুল দল, রানার আপ আশাশুনি সরঃ হাই স্কুল দল, ভলিবল (ছাত্রী) চ্যাম্পিয়ন বুধহাটা কলেঃ স্কুল দল, রানার আপ আশাশুনি সরঃ হাই স্কুল দল, ভলিবল ছাত্র চ্যাম্পিয়ন গোয়ালডাঙ্গা হাই স্কুল দল, রানার আপ হাড়ীভাঙ্গা হাই স্কুল দল, ক্রিকেট (বালক) চ্যাম্পিয়ন গুনাকরকাটি হাই স্কুল দল ও রানার আপ আশাশুনি সরঃ মাধ্যমিক বিদ্যালয় দলকে ট্রপি প্রদান করা হয়। এছাড়া ৩৬ টি ইভেন্টে একক চ্যাম্পিয়ন প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করা হয়।