শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ (সদর) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক (বড় ভাই) এর সমাজসেবা কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে প্রবাস জীবন ছেড়ে নিজেই সমাজ সেবায় নিযুক্ত হয়ে কাজ করে চলেছেন কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুরের কৃতি সন্তান আলহাজ্ব আব্দুর রব।
সড়ক ও জনপদের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে মথুরেশপুর ইউনিয়নের গণপতি ডাঃ মুজিব রুবি মডেল হাইস্কুলের পাশ্ববর্তী কাজলের বাড়ির সামনে ইটের সলিং (১১ তম) পুনঃসংস্কারণ ও পানি চলাচলের সু-ব্যবস্থার লক্ষে পাইপ স্থাপন এবং ড্রেনেজ ব্যবস্থা করা হয়।
একইভাবে অত্র ইউনিয়নের মুকুন্দপুরের প্রয়াত স্কুল শিক্ষক আব্দুর রহমানের বাড়ি হয়ে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার ধারদিয়ে বিল ধার পর্যন্ত ইট সোলিং রাস্তা (১২ তম) সংস্কারকাজ করেণ। এমনিভাবেই তিনি জীবনের বাকী সময়টুকু অত্র ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেণ।
তিনি সুপেয় পানির ব্যবস্থা করা, ড্রেনেজ ব্যবস্থা করাসহ দুস্থ্য ও অসহায় মানুষের সহায় হয়ে প্রতিনিয়ত কাজ করে এলকায় প্রসংশিত হয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত রাশিয়া প্রবাসী সমাজসেবক ও হাজী পিউর ড্রিংকিং ওয়াটার এর স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুর রব।