আশাশুনি প্রতিনিধি : জেলা বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আশাশুনিতে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি ও সকল সহযোগি সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। অনুঠানের শুরুতে সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ঢোল বাদ্য সহকারে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার বটতলা চত্বরে গিয়ে পথ সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুল হক খোকনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন (ভার্চুয়াল) সাতক্ষীরা জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। যুগ্ম-আহবায়ক খালিদুজ্জামান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খায়রুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা এডিশনাল পিপি এড. গোলাম গনি দুদু, আবু হেনা মোস্তফা কামাল, এড. নুরুল আমিন, জুলফিকার আলী জুলি, উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান আশিক, যুগ্ম-আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল, যুবদল নেতা হাশেম, রেজাউল, মোস্তাক আহমেদ, বিভিন্ন ইউনিয়ন নেতাদের মধ্যে বড়দলের আনারুল ইসলাম, প্রতাপনগরের শাহাদাৎ হোসেন, কুল্যার নজরুল ইসলাম মেম্বার, আনুলিয়ার আঃ ওয়াক্কাছ, ছিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম কালাম, খাজরার রুহুল কুদ্দুছ মোল্যা, মিজানুর রহমান, বড়দলের আঃ লতিফ, শ্রীউলার আল আমিন হোসেন, খাজরার সালাহ উদ্দীন আহমেদ, কাদাকাটির জাহির উদ্দীন, বড়দলের আল মাহমুদ টিক্কা, আজগার আলী, কুল্যার আঃ ওহাব, যুবদল সিঃ যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। পথসভায় বক্তাগন কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ আংশিক জেলা কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।