আলিপুর প্রতিনিধি : সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের পুত্র ও সাতক্ষীরা জেলা ছাত্র লীগের সদস্য এবং আলিপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি নাইমুর রহমান প্রান্ত (২৪) কে সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের নিজস্ব বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কাজে লিপ্ত থাকা, হরতাল অবরোধ অন্যান্য কর্মসূচি সফল করার লক্ষ্যে মিছিল সহ লিফলেট বিতরণ করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য উক্ত লিফলেটে সরকারের বিরুদ্ধে বাজে মন্তব্য তুলে ধরে কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্য ছিল, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় লক্ষ্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাতক্ষীরা জেলা শাখার অবরোধ-হরতাল সহ অন্যান্য কর্মসূচির সফল করার আহবান ও বিভিন্ন বাজে মন্তব্য তুলে ধরা হয়েছে উক্ত লিফলেটে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।