বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.) এর ৬১তম ওরছ শরীফ আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ

ফজলুল হক /শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ : প্রখ্যাত সুফী সাধক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহছুফী আলহাজ্ব খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৬১তম বার্ষিক ওরছ শরীফ আর মাত্র বাকি আছে তিন দিন। আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি-২০২৫ইং বাংলা- ২৬,২৭ ও ২৮ মাঘ ১৪৩১ অনুষ্ঠিত হবে রবি, সোম ও মঙ্গলবার উপলক্ষে ইতিমধ্যে সাতক্ষীরা জেলার সর্ববৃত্ত ঐতিহ্যবাহী কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি হয়েছে।

এই মহা পবিত্র ওরছ শরীফ উপলক্ষে অপরূপ সাজে সাজানো হয়েছে নলতার পাক রওজা শরীফকে। সহকর্মী শেখ নুরুজ্জামানকে সাথে নিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি-২০২৫) বিকেলে নলতা রওজা শরীফ ঘুরে ঘুরে দেখা গেছে, সুবিশাল সামিয়ানা, গেট, প্যান্ডেল, আলোক উজ্জ্বল আভার বিচ্ছুরনে নলতা শরীফ অভাবনীয় ভাবে জ্বলছে তো জ্বলছে।

নানা ধরনের আলোর ঝলকানি আর রওজা শরীফ প্রাঙ্গণে বহুবিধ ফুল গাছগুলো সুশোভিত আর সুগন্ধ ছড়িয়ে জানান দিচ্ছে নলতা শরীফের সুগন্ধির আবহ। ওরছ শরীফ শুরুর দুই দিন আগে থেকে আগত দেশ বিদেশের বহু এলাকা থেকে লাখ ভক্ত, দর্শনার্থীদের পদভারে প্রকম্পিত এবং উজ্জীবিত হবে নলতা রওজা শরীফ। দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আগত পীর কেবলার প্রায় একলক্ষ ভক্তবৃন্দের আগমন ঘটেছে।

মিশন কর্মকর্তাদের তত্ত্বাবধানে পবিত্র ওরছ শরীফে আগত সকল মেহমানদের মনোরম পরিবেশে থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। পবিত্র ওরছ শরীফকে সফল করার লক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নলতা শরীফে সর্বস্তরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদার ও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মুসল্লিদের অজু, গোসল, খাওয়া ও পয়োনিষ্কাশন পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এছাড়াও হোটেল-রেস্তোরা, মনোহারিসহ বিভিন্ন প্রকার দোকান পাটের সমারোহ চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রোভার স্কাউটস্, স্কাউটস্, স্বেচ্ছাসেবক, যানবাহন রাখার সু-ব্যবস্থা, হৃদয়ে আহ্ছান, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রচার বিভাগ, মিলাদ শরীফের স্টল, এ্যালটমেন্ট কক্ষ, রন্ধনশালা সহ চলছে নানা আয়োজনের প্রস্তুতি।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি এই পবিত্র ওরছ শরিফে কোরআন হাদিসের আলোকে নবী রাসুল (স.) ও ওলি-আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে প্রথম দিনে আলোচনা করবেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা , বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মোখলেছুর রহমান বাঙালি, (কুষ্টিয়া)। পীরে কামেল আলহাজ্ব হজরতুল আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী। (চাঁদপুর গাছতলা দরবার শরীফ পীর সাহেব) সহকারী অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাঈখ মুহাম্মদ উছমান গনী।

(আহছানিয়া ইনস্টিটিউট অফ সুফীজম ঢাকা)মুফতি হাফেজ মাওলানা মোঃ আশিকুর রহমান। (প্রধান শিক্ষক খান বাহাদুর আহছানুল্লাহ (রা.)ইসলামী সেন্টার) দ্বিতীয় দিন কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচানা করবেন, হযরত মাওলানা অধ্যক্ষ ডা. কাফিলুদ্দীন সরকার সালেহী (অধ্যক্ষ ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা ও প্রাক্তন গভর্নর ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ)। মুফতি মাওলানা মুহাম্মদ ওসমান গনি সালেহী (প্রধান মুফতি দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ও খতিব শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা)।

আলহাজ্ব অধ্যাপক হাফেজ মাওলানা হাফিজুর রহমান (খতিব ,গুলশান -১ জামে মসজিদ ঢাকা।) এবং তৃতীয় দিন মঙ্গলবার সকাল ৯টায় আখেরি মোনাজাত ও পরে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে জানান গেছে।এছাড়া ২৭ মাঘ সোমবার বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নলতা মিশনের পক্ষ থেকে সকলের জন্য তাবারুক বিতরণ করা হবে। এছাড়াও পবিত্র ওরছ শরিফ উপলক্ষ্যে পাক রওজা শরিফে প্রতিদিন খতমে কোরআন মজিদ কলেমাখানি, মিলাদ শরিফ, চাদর পেশ, ছওয়াবরেছানী ও আলোচনা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

তালায় চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

তালায় মিষ্টি পানিতে পাংগাস মাছ চাষে চাষিদের সাফল্য

মাহমুদপুরে কপি চাষে কৃষকের ভাগ্যের পরিবর্তন

মুজিবনগর দিবসে এমপি রবির পক্ষ থেকে বঙ্গবন্ধুসহ সকল শহিদদের মাগফিরাত কামনা ও গভীর শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবসে লেডিস ক্লাবে আলোচনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজার বাগান ঋষিপাড়ায় বারসিকের ফ্রি মেডিকেল ক্যাম্প

চতুর্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবিএম মোস্তাকিম

তালায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু

সাতক্ষীরা সিটি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কালিগঞ্জের চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ব্যবসায়ীকে সাজা