শেখ বাদশা, আশাশুনি ব্যুরো : আশাশুনিতে হত্যা মামলায় সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা ড. এম শিহাবউদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে আশাশুনি থানার কাকবসিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আশাশুনির কাকবসিয়া গ্রামের নেয়ামুদ্দীন গাজীর ছেলে ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছিলেন। গত ৫ আগস্টের পর সাতক্ষীরা সিটি কলেজ থেকে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
ড. শিহাবউদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে নিরীহ মানুষদের জুলুম নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া বড়দল আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ নিয়োগের ব্যাপারে মোটা অংকের অর্থ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন বলেন, ‘৫ আগস্ট প্রতাপনগরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলি করে তিনজনকে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।